- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

প্রেম

কাজরী তিথি জামান

প্রকাশিত: ১৩:২০, ৭ ডিসেম্বর ২০২১

প্রেম

একবার ভালোবেসেছিলাম,
একবার প্রেমেও হাবুডুবু,
একবার তুমুল জ্বরে,
খুব খুউব ভুল হয়েছিল ৷

একবার দেখা হয়েছিল ষ্টেশনে,
কী ভীষণ কাঁপুনি ছিল পায়ে !
ছাতাটিও হারিয়েছিল ।

অনেকগুলো তপ্ত দুপুর আক্ষেপ
ছুঁড়ে ছুঁড়ে বারবার আমাকে,
আমাকেই পুড়িয়েছিল !

বর্তমানে একজোড়া চোখে রোদ,
ভুরুতে আলোমাখা ছায়া গোধূলি,
আমি কি পুড়তে চাইছি পুণরায়!

কাজরী তিথি জামান 

আর এ/আর এ এস