তোমাকে নতুন করে বরণ করলাম
শুভ আশা আর স্বপ্ন দিয়ে সাজিয়ে
একটু আশা আর ভরসার ভিতর
আমাদের এই ক্ষুদ্রতর জীবন
নতুন ছকে আর রুটিনে বেঁধে নেওয়া ।
পিছনে তাকানোর সময় বুঝি নেই
চলে যাক অদৃশ্য কষ্টগুলো একেবারে
রঙের বেলুনগুলো উড়ছে খোলা আকাশে
প্রথম সকাল বুঝি এনেদিল আনন্দঘন মুহূর্ত
আশার প্রদীপ জ্বলছে ঘরে ঘরে ।
সুখ পাখিরা ডেকে তোলে চোখ খোলো সবে
নতুন সূর্যের কিরণ উপভোগ করে নাও
কনকনে শীতের সকাল বেলা
প্রার্থনা করি সকল শিশু নিরাপদে থাকুক মাতৃক্রোড়ে
সকলে আমরা সকলের তোরে
প্রথম সকাল ২০২২ ।
আর এ/আর এ এস