- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

এই কবিতা খানি

মারুফ শরীফ

প্রকাশিত: ১৯:২৪, ১ নভেম্বর ২০২১

এই কবিতা খানি

ছবি:টোকিও বাংলা নিউজ


কুমার জীবনের ইতিবৃত্তের দ্বার প্রান্তে দাঁড়িয়ে
যে নারীর কথা আজ খুব বেশি মনে পড়ছে, সে তুমি-ই !
যেদিন আমার এই কবিতা খানি
তোমার দৃশ্য প্রান্তে গিয়ে পৌঁছুবে
তত দিনে এই কুমার মৃত দীর্ঘশ্বাস হবে
বাতাসের গোরস্থানে।

তখন হয়তো তোমার উদাস-ঝাপসা চোখে
চলচ্চিত্রের মতো ভেসে উঠবে কপাট আঁটা
তোমার মনের গহিনে জমিয়ে রাখা কিছু স্থিরচিত্র !

মনে পড়বে কতক অফুরান বসন্ত বিকেল।
যখন আকাশের সাঁঝিয় লালিমার সাথে বটবৃক্ষের
তরুণ পাতাগুলি লজ্জায় মিশে যেতো !

মনে পড়বে কয়েকটি ফুল ফোঁটা সুগন্ধি প্রভাত
কিভাবে চলে যেতো ডালিম ফাঁটা রৌদ্রের সোনালী দুপুরে।
মনে পড়বে...
 মনে পড়বে...!

হঠাৎ তোমার অবচেতন মন অস্ফুটে বলে ফেলবে
‘চল্ ফিরে যাই, রংধনু আঁকা বৃষ্টি স্নাত পুরোনো বিকেলে !’

আর সি