ছবিঃ টোকিও বাংলা নিউজ
জয় জয় জয় , জয় ইভিএম এর জয়、
ক্ষয় ক্ষয় ক্ষয় , ক্ষয় নৈতিকতার ক্ষয়।
জয় আর ক্ষয় এর মাঝে , নেইকো পরাজয়
ইভিএম এর জয় হয়েছে , নৈতিকতার ক্ষয় হয়েছে、
তাতে কার কি আসে যায় ?
ইভিএম জিতিয়ে দিলে , তখন কাকে কে আর পায়?
উন্নয়নে ভাসছে দেশ, ভোটে যদি না থাকে লেশ!
কেমন করে জানবে সেটা বিশ্ব?
দিনের ভোট রাতে নিয়ে 、কারচুপিতে ধরা খেয়ে
মান-মর্যাদা খুইয়ে হবে নিঃস্ব।
এতোদিনের প্রচার করা、ডিজিটাল এই দেশ,
ইভিএম-এ প্রমান মেলে,সফলতার নেই যে শেষ ।।
আর এ এস/আর এ