ছবি:টোকিও বাংলা নিউজ
দেহের বাইরের আবরণে উদগত
--প্রণয়ী ক্ষুদ্র তিলক
ভুলেভালে আস্তে আস্তে ডুবে গেছে
মসৃণ বৃদ্ধ চামড়ার নিচে।
এ দেহত্বকের কোমল ভাঁজে ভাঁজে
স্নেহ ভরা তোমার থুতনি স্পর্শ
----মুছে গেছে লোমকূপ থেকে
নিঃসৃত নোনা জলে।
মনের সংযোগ ভেঙেছে প্রেমেজর্জর
ঘন-ঘন প্রাচীন শিহরণে
বয়োবৃদ্ধ ভাবনাগুলো ইশারায় দেখায়
তোমার দেহস্থ চৈতন্য।
দীর্ঘ শ্বাসযোগে এখনো অনুভূত তুমি -
এই বারুদ মাখা বুকে।
বইঃ রঙ বেরঙের বিরহ
আর সি