আমার ফোনে আসেনাকো
বাবার ফোনের কল,
বাবা এখন আকাশের তারা
আমার চোখে জল।
কোথায় পাবো,খুঁজবো কোথায়
পাবো কোথায় গিয়ে?
আছো কোথায় লুকিয়ে তুমি
আমায় ফাঁকি দিয়ে?
কতো শতো মানুষ দেখি
শুধু তোমায় দেখি না,
কোথায় গেলে পাবো
জানি না সেই ঠিকানা।
সভাপতি
ফতুল্লা প্রেস ক্লাব
আর এ