কোন অভিলাষে অঙ্গে জড়িয়েছো
ঘুনে ধরা ঐ মানচিত্রের চাদর ?
রক্ষা পাবার আশায় ?
নাকি স্বাধীনতার বীজ বপনে মগ্ন
আগামী প্রজন্মতরে !
এই প্রচেষ্টা তোমার সমূলে উৎপাটিবে,
যখন দেখবে কি অপার স্বাধীনতায়
তোমার অবয়ব ঝলসে দিচ্ছে এসিড !
সবল-স্বাধীন লোমশ হস্ত
এসে ছিড়ে নেবে তোমার ,
ঐ মানচিত্রের চাদর ।
স্টেশান চত্ত্বর তোমার নীড়,
মানসিক ভারসাম্যহীন! তাতে কি?
ভারসাম্যপূর্ণ বাড়ি-গাড়ির মালিক
নির্ভার হতে তোমাতেই বুনে যাবে
আদিম লালসার কামাতুর বীজ।
আর তুমি...!
শতছিন্ন মানচিত্রের অধিকারিনী,
নব নামকরনে হবে কুলটা
ধারন করবে নিজ শরীরেই
নষ্ট হয়ে যাওয়া দেশের
সমস্ত জারজ বীজ।