ছবি:টোকিও বাংলা নিউজ
সমাধিস্থ মনের গভীর হতে
তুলে আনতে চেয়েছিলে লাশ!
তোমার ভালোবাসার নীলিমায়
চাঁদ করে রাখার অভিলাষে।
হায়,ঘুচেছে সে আদিম মোহ!
তুমি আজ অধীর অপেক্ষায়
দেখবে আমার লাশ।।
কি আশ্চর্য দেখবে এসো-
তোমার অভিলাষের
লাশের কি সুন্দর ভয়ংকর সজ্জা
শুধু তোমারই প্রতীক্ষায় ।
অবশেষে কবরের কবরীমূলে
ফুটেছে তীব্র সুগন্ধি হাসনাহেনা!
প্লাবিত জোস্নায় সুগন্ধ সমেত
তোমার প্রতীক্ষায় কালীয় নাগ।
১৬/০৩/১৯ ইং
আর সি