ছবি:টোকিও বাংলা নিউজ
কোন্ রংয়ে রাঙালে তুমি হাসবে
কোন্ নামে ডাকলে তুমি তাকাবে।
কোন্ ক্ষনে আসলে তুমি গাইবে
কোন্ জনে বললে তুমি আসবে।
আজ আকাশটা সিঁদুর রং দিয়ে
তোমার কল্পনাটুকু ভাবনায় নিয়ে।
মেলেই দিল তার রংয়ের ঐ ডালা
এবার বুঝি তোমার আসার পালা।
ততটুকুই কাছে এসো তুমি আজ
গোধুলি লগ্নে যেন না ভাঙে লাজ।
আকাশে সে আভা মিলিয়ে গেলেও
আমাদের নামের প্রতিধ্বনি করে যেও।
আছি তোমার মনের ঐ শুকতারায়
যেখানে প্রেমনোঙর নিরবে ভিড়ায়।
চিনে নিতে প্রিয়া করো না গো দেরী
আমি যে নিত্য চেনা প্রেম করি ফেরি।
২১.১১.২৮
আর এ/আর এ এস