আমি যেমন গান গাইছি
পাখিটি করছে অন্য নৃত্য;
পিপাসার্ত পাখি, আর একটি প্রহর
বন্ধ হলো সব নদীর হেলানো বাঁক,
পিছন দরোজা দিয়ে মাঝে-মাঝে
গড়িয়ে-গড়িয়ে যাচ্ছে জল...
আমাকে বসিয়ে রেখে এই অবেলায়
কোথায় যায় অচিনপুরের তৃষ্ণার্ত পাখি!
অনিশ্চিত পথে হয় দেখা
অগ্নি আর জলের---
জল পুড়ে-পুড়ে মিশে যায় মৃত্তিকায়
আগুন জ্বলে-জ্বলে হয় নগ্ন শ্মশান।
(প্রকাশিতব্য গ্রন্থ "আমি দীর্ঘস্থায়ী বেদনার উল্লাস")
২৮.০৩.২০১৭
রাত : ১২:৩৭--৩:৩৫
মিরপুর, ঢাকা।
আর সি