সংবাদ মাধ্যম জগতে পরীক্ষামুলকভাবে যাত্রা শুরু করলো অনলাইন নিউজ পোর্টাল "টোকিও বাং"লা নিউজ। সূর্যদয়ের দেশ জাপান থেকে পরিচালিত হবে এ অনলাইন নিউজ পোর্টাল। লাল-সাদা পতাকার এ দেশে বাংলাভাষায় প্রবাসী বাংলাদেশিদের খবর অগ্রাধিকার ভিত্তিতে থাকবে এ পোর্টালটিতে।
এ নিয়ে অনলাইনটির সম্পাদক আর এ সুজন বলেন, সংবাদ যে ভাষারই হোক না কেন, তা সবসময় আমাদের জীবনে প্রয়োজনীয়। তবে যেহেতু আমি বাংলাদেশি, তাই বাংলাতেই সবার কাছে সংবাদ পোঁছে দেয়ার মধ্যেই আমি তৃপ্তিবোধ করি।
"সবার আগে সর্বশেষ-একসঙ্গে জাপান বাংলাদেশ" এমন শ্লোগানে বিদেশের মাটিতে বাংলাভাষার এ অনলাইন নিউজ পোর্টালটির সম্পাদক বলেন, জাপানের সর্বশেষ খবর এবং জাপানে প্রবাসীদের কাঙ্খিত সংবাদগুলোকে সবার আগে পোঁছে দেয়ার উদ্দেশ্য থেকেই আমাদের এ পথচলা।
দীর্ঘ এ পথ পাড়ি দেবার জন্য সকলের সহযোগীতা প্রত্যাশা করেন বলেও জানান তিনি।
আর এ এস/আর এ