ছবি: দ্যা জাপান টাইমস্
রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে এক জাপানি সাংবাদিক আহত হয়েছে বলে জানা গেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে তথ্য প্রকাশ করেছে।
এদিকে, আসাহি শিম্বুন দৈনিকের অনলাইন সংস্করণ আহত সাংবাদিকের নাম দিয়েছে ওয়াতারু সেকিতা। যার বয়স ৩৬ এবং তিনি ভিজ্যুয়াল রিপোর্টিং বিভাগের সদস্য।এতে বলা হয়, পায়ে আঘাতের জন্য তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আহত সাংবাদিকের ছবিতে আঘাতটি তেমন প্রাণঘাতী নয় বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেন-রাশিয়া সংঘাতে আক্রান্ত ওয়াতারু সেকিতা-ই প্রথম ব্যাক্তি যিনি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত বলে ধারণা করা হচ্ছে। তবে এর আগে নভেম্বরে পূর্ব ইউক্রেনে একটি যুদ্ধে একজন জাপানি স্বেচ্ছাসেবক যোদ্ধা মারা যান।
এর আগে শনিবার, রাশিয়া ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ২০ টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
তিন দিনের মধ্যে বড় রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলার দ্বিতীয় ব্যারেজ কিয়েভের একটি হোটেল এবং একটি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আর এ