ছবি:দ্যা মাইনিচি
জাপানি নারী ফটো সাংবাদিক সুনেকো সাসামোতো চলে গেলেন না ফেরার দেশে।১৫ আগস্ট বার্ধক্যজনিত কারণে কানাগাওয়া প্রিফেকচারের একটি নার্সিং হোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই ফটো সাংবাদিক।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৭ বছর।আজ সোমবার ২২ আগস্ট তার পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে এই খবর জানিয়েছে।
তিনি জাপানের একজন শতবর্ষী সক্রিয় ফটোগ্রাফার ছিলেন।ফটোগ্রাফিতে তার কৃতিত্বের জন্য ২০১৬ সালে লুসি পুরস্কার প্রাপ্তির মাধ্যমে বিশ্বব্যাপী সম্মানিত হন তিনি।এছাড়া তিনি জাপানের আধুনিক ইতিহাস নথিভুক্ত করার জন্য পরিচিত এবং জনপ্রিয় ব্যক্তি তিনি।৭০ বছরেরও বেশি সময় ধরে ফটোগ্রাফির সাথে যুক্ত ছিলেন সুনেকো সাসামোতো।১৯১৪ সালের জাপানের রাজধানী টোকিওতে জন্মগ্রহণ করেন তিনি।
উল্লেখ্য,ফটো সাংবাদিক সুনেকো সাসামোতোর জন্ম - ১৯১৪ সালে এবং মৃত্যু-২০২২ সালের ১৫ আগস্ট।টোকিও বাংলা নিউজ এর পক্ষ থেকে ফটো সাংবাদিক সুনেকো সাসামোতোর প্রতি বিনম্র শ্রদ্ধা।
আর সি