- সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪

| পৌষ ১৬ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

১১১ বছর বয়সে মারা গেলেন জাপানের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:১৯, ১৫ নভেম্বর ২০২২

১১১ বছর বয়সে মারা গেলেন জাপানের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

ছবি:দ্যা মাইনিচি

১১১ বছর বয়সে মারা গেলেন জাপানের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে স্বীকৃত শিগেরু নাকামুরা।আজ মঙ্গলবার হিরোশিমা প্রিফেকচারের একটি নার্সিং হোমে মারা গেছেন তিনি।

১৯১১ সালের ১১ জানুয়ারি পশ্চিম জাপান প্রিফেকচারের জিনসেকিকোগেনে জন্মগ্রহণ করেছিলেন নাকামুরা। ১৯৪৫ সালের ৬ অগাস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে মার্কিন বাহিনীর হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার মুখোমুখি হয়েছিলেন তিনি।এছাড়া হামলার পর বিধ্বস্ত শহরে ধ্বংসস্তূপ পরিষ্কার করতে সাহায্য করেছেন তিনি।নাকামুরা বহু বছর ধরে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে নিযুক্ত ছিলেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, এই বছরের মে পর্যন্ত ভেনেজুয়েলার হুয়ান ভিসেন্তে পেরেজ হলেন ১১৩ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ। পেরেজ গিনেস অনুসারে  ১৯০৯ সালের ২৭ মে জন্মগ্রহণ করেছেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে,জাপানের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন ওসাকা প্রিফেকচারের ১১৫ বছর বয়সী ফুসা তাতসুমি।

আর সি