- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

মারা গেলেন ব্রডকাস্টিং সিস্টেম ইনকর্পোরেটেডের ঘোষক মিকি টাকাই

টোকিও বাংলা নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ৩ ফেব্রুয়ারি ২০২৩

মারা গেলেন ব্রডকাস্টিং সিস্টেম ইনকর্পোরেটেডের ঘোষক মিকি টাকাই

ছবি:দ্যা মাইনিচি

মারা গেলেন ব্রডকাস্টিং সিস্টেম ইনকর্পোরেটেডের ঘোষক মিকি টাকাই।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।২৫ জানুয়ারী মারা গেছেন তিনি ওসাকা-ভিত্তিক সম্প্রচারকারী সংস্থা ২ ফেব্রুয়ারী ঘোষণা করেছে মিকির মৃত্যুর খবর।

সম্প্রচারকারী সংস্থা মিকির মৃত্যুর কারণ এবং অন্যান্য বিবরণ প্রকাশ করেনি। ঘোষক মিকির শেষকৃত্য তার নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।এছাড়া তার প্রাক্তন সহকর্মী এবং অন্যান্য সহযোগীরা তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন।

দোশিশা মহিলা কলেজ অফ লিবারেল আর্টসের অধ্যাপক এবং প্রাক্তন এমবিএস প্রযোজক তাকাহিকো কাগেয়ামা বলেন,মিকি একজন দুর্দান্ত ঘোষণাকারী ছিলেন এবং আশ্চর্যজনক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি সত্যিই একজন ভাল সহকর্মী ছিলেন বলে জানান তিনি।

হায়োগো প্রিফেকচারের বাসিন্দা ছিলেন মিকি টাকাই।১৯৯০ সালে এমবিএস-এ যোগদান করেন তিনি।এছাড়া " এমবিএস নাও" এবং "ভয়েস"-এর নিউজকাস্টার হিসেবে কাজ করেন মিকি।      

আর সি