ছবি : বিবিসি
নোবেল পুরস্কার বিজয়ী জাপানি ঔপন্যাসিক ওয়ে কেনযাবুরো ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।
প্রকাশনা সংস্থা কোদানশা সোমবার ঘোষণা দেয় যে গত ৩রা মার্চ প্রকৃতির স্বাভাবিক নিয়মেই ওয়ে’র মৃত্যু হয়।
১৯৩৫ সালে জাপানের পশ্চিমাঞ্চলীয় এহিমে জেলায় জন্মগ্রহণকারী ওয়ে, টোকিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীনই তার সাহিত্যকর্মের জন্য অনেকের মনোযোগ আকর্ষণ করেন।
ইংরেজিতে "দ্য ক্যাচ" নামে পরিচিত তার লেখা গল্প "শিইকু" ১৯৫৮ সালে মর্যাদাপূর্ণ আকুতাগাওয়া পুরস্কার জিতে নেয়।
তিনি বেশ কয়েকটি পুরস্কার লাভ করেন এবং যুদ্ধোত্তর নতুন প্রজন্মের জাপানি লেখকদের একজন নেতা হয়ে ওঠেন।
ওয়ে ১৯৯৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এর মাধ্যমে তিনি কাওয়াবাতা ইয়াসুনারির পরে এই সম্মানে ভূষিত দ্বিতীয় জাপানি লেখকে পরিণত হন।
এছাড়া, ওয়ে একজন শান্তি কর্মীও ছিলেন। তিনি হিরোশিমা শহরে ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের পাশাপাশি এর ভুক্তভোগীদের চিকিৎসা করা চিকিৎসকদেরও সাক্ষাৎকার গ্রহণ করেন। তার বই "হিরোশিমা নোটস" সর্বাধিক বিক্রীত একটি বই হয়ে ওঠে।
তিনি ছিলেন জাপানের শান্তিবাদী সংবিধান সংশোধনের বিরোধিতাকারী একটি গ্রুপের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। এর পাশাপাশি, পরমাণু চুল্লির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করার আহ্বান জানিয়ে চালানো প্রচারাভিযানেরও নেতৃত্ব দেন তিনি। (এনএইচকে)
আরএএস