ছবি:দ্যা মাইনিচি
ফুসফুসের ক্যান্সার এবং ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন কমেডি গ্রুপ "মাঙ্গা ট্রায়ো" প্রাক্তন কৌতুক অভিনেতা রিউতারো কামিওকা।ক্যানসারের চিকিৎসা চলাকালীন ১৯ মে মারা যান অভিনেতা কামিওকা।মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৮১ বছর।
জানা গেছে,কমেডি গ্রুপ "মাঙ্গা ট্রায়ো" এর মাধ্যমে জাপানে জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই কৌতুক অভিনেতা।এছাড়া জাপানের একটি টিভি শো'র হোস্ট হিসাবে ব্যাপকভাবে জনপ্রিয় ছিলেন তিনি।
অভিনেতা কামিওকার আসল নাম রিউতারো কোবায়াশি।কিয়োটোতে জন্মগ্রহণ করেন তিনি।১৯৬০ সালে তিনি প্রয়াত নক ইয়োকোয়ামাসহ অন্য সদস্যের সাথে মাঙ্গা ট্রিও গঠন করেন।১৯৬৮ ইয়োকোয়ামা নক হাউস অফ কাউন্সিলর নির্বাচনে অংশ নিলে দলটি ভেঙে যায়।২০০০ সালে একজন কৌতুক অভিনেতা হিসাবে অভিনয় জগৎ থেকে অবসর নেন রিউতারো কামিওকা।
উল্লেখ্য,পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে কৌতুক অভিনেতা রিউতারো কামিওকার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।
আর সি