- সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪

| পৌষ ১৬ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

মারা গেলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রাক্তন নেতা মিকিও আওকি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬, ১২ জুন ২০২৩

মারা গেলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রাক্তন নেতা মিকিও আওকি

ছবি:কিয়োদো নিউজ

মারা গেলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রাক্তন নেতা মিকিও আওকি।মৃত্যুকালে মিকিও আওকির বয়স হয়েছিল ৮৯ বছর।রবিবার টোকিওর কাওয়াসাকিতে মারা যান তিনি। আজ সোমবার একজন সিনিয়র এলডিপি আইন প্রণেতা মিকিও আওকির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে,আওকি ১৯৮৬ সালে হাউস অফ কাউন্সিলর সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন।তিনি চারবার হাউস অফ কাউন্সিলর সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন।তিনি ২০১০ সালে রাজনীতি থেকে অবসর নেন।

পশ্চিম জাপানের শিমানে প্রিফেকচারে প্রিফেকচারাল অ্যাসেম্বলির সদস্য হওয়ার আগে প্রয়াত প্রধানমন্ত্রী নোবোরু তাকেশিতার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আওকি।

১৯৯৯ সালে প্রয়াত প্রধানমন্ত্রী কেইজো ওবুচির অধীনে প্রধান মন্ত্রিপরিষদ সচিব ছিলেন আওকি।এছাড়া ২০০০ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরির  ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ছিলেন তিনি।পরবর্তীতে উচ্চ কক্ষে এলডিপির মহাসচিব এবং চেম্বারে এলডিপি ককাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।  

আর সি