- সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪

| পৌষ ১৬ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

জাপান,মার্কিন যুক্তরাষ্ট্র,ফিলিপাইনের নিরাপত্তা উপদেষ্টাদের ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ২১:৫১, ৯ জুন ২০২৩

জাপান,মার্কিন যুক্তরাষ্ট্র,ফিলিপাইনের নিরাপত্তা উপদেষ্টাদের ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা

ছবি:কিয়োদো নিউজ

আগামী সপ্তাহে টোকিওতে ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা করছে জাপান,মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইনের নিরাপত্তা উপদেষ্টাদেরা।বৃহস্পতিবার কূটনৈতিক সূত্র থেকে জানায় জাপান,মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইন দক্ষিণ-পূর্ব চীন সাগরের উপকূলে তাদের প্রথম ত্রিপক্ষীয় সামুদ্রিক মহড়ার পর এই নিরাপত্তা উপদেষ্টাদের ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা করেছে। 

কূটনৈতিক সূত্র থেকে জানায়,নতুন ত্রিমুখী নিরাপত্তা প্রকল্পের অধীনে,১৬ জুন জাপানের জাতীয় নিরাপত্তা সচিবালয়ের সেক্রেটারি জেনারেল তাকেও আকিবা এবং তার মার্কিন ও ফিলিপাইনের সেক্রেটারি জেক সুলিভান এবং এডুয়ার্ডো আনো পরিকল্পিত আলোচনায় বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র থেকে জানায়,পূর্ব ও দক্ষিণ চীন সাগরে এবং জাপানের আঞ্চলিক জলসীমায় চীনা উপকূলরক্ষী জাহাজের বারবার অনুপ্রবেশের বিরুদ্ধে তাদের প্রতিরোধ জোরদার করার জন্য নিরাপত্তা উপদেষ্টাদের ত্রিপক্ষীয় বৈঠকে নতুন প্রতিশ্রুতি দেবেন।  

আর সি