- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

পুনরায় নির্বাচনের ঘোষণা দিলেন জাপানের সবচেয়ে বয়স্ক মেয়র

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ১৫ জুলাই ২০২৩

পুনরায় নির্বাচনের ঘোষণা দিলেন জাপানের সবচেয়ে বয়স্ক মেয়র

ছবি:দ্যা মাইনিচি

পুনরায় নির্বাচন করার ঘোষণা দিলেন জাপানের সবচেয়ে বয়স্ক মেয়র।১৪ জুলাই নোরিয়ুকি কোবায়াশি ঘোষণা করেছেন তিনি ফেব্রুয়ারিতে পুনরায় ইজুমোজাকির মেয়র হিসেবে নির্বাচন করবেন।

সাংবাদিকরা জানায়, ৮৯ বছর বয়সী নোরিয়ুকি কোবায়াশি নিগাতা প্রিফেকচারের ইজুমোজাকির মেয়র হিসেবে ১০ম মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার লক্ষ্যে নির্বাচন করবেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, তিনি অনেক নগরবাসীর মতামত শুনেছেন।এছাড়া কিছু লোক আমাকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিল।

কোবায়শি বলেন,তিনি শিশু যত্ন সহায়তার মাধ্যমে শহরের জনসংখ্যা হ্রাসের বিরুদ্ধে লড়াই করার ব্যবস্থা নিয়ে কাজ চালিয়ে যেতে চান এবং কৃষিসহ প্রাথমিক শিল্পের স্তর বাড়াতে চান।

উল্লেখ্য,১৯৮৮ সালে শহর পরিষদে দায়িত্ব পালন করার পর কোবায়শি প্রথম মেয়র নির্বাচিত হন।তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয়বার নির্বাচিত হন।এছাড়া ২০১৮  সাল থেকে নিগাটা প্রিফেকচার অ্যাসোসিয়েশন অফ টাউনস অ্যান্ড ভিলেজের প্রধানও রয়েছেন তিনি।  

আর সি