জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও তার ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাথে সংশ্লিষ্ট একটি তহবিল সংগ্রহের কেলেঙ্কারির জন্য জনগণের মধ্যে দেশের রাজনীতি নিয়ে গুরুতর অবিশ্বাসের সৃষ্ট হওয়ায় ক্ষমা চেয়েছেন ।
দলের নৈতিকতা বিষয়ক কমিটির শৃঙ্খলামূলক সিদ্ধান্তের পরে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কিশিদা বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর রাজনৈতিক দায়িত্ব স্পষ্ট করার দৃষ্টিকোণ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এলডিপি।
তার ভাষ্যমতে, এই পদক্ষেপগুলো উপদলীয় নির্বাহীদের গুরুতর দায়কে প্রতিফলিত করে, যারা দীর্ঘকাল ধরে সংগৃহীত তহবিলগুলো পদ্ধতিগতভাবে আর্থিক প্রতিবেদনে উল্লেখ করেননি বলে সন্দেহ করা হচ্ছে।
তিনি এও বলেন যে শৃংখলাগত সিদ্ধান্তগুলোর মাধ্যমে তাদের দীর্ঘস্থায়ী এই রীতি সংশোধন করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি সমস্যাটিকে কার্যত অমীমাংসিত অবস্থায় রেখে দেয়ার জন্য সংশ্লিষ্ট নির্বাহীদের উপর বড় ধরনের শাস্তি আরোপ করা হয়েছে।