বাংলাদেশেই ডিজেল ও জেট ফুয়েল উৎপাদন সম্ভব, আমদানীর প্রয়োজন নেই
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে প্রতি লিটার ডিজেলে ১৩ টাকা লোকসান দেখিয়ে এক ধাক্কায় ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ৬৫ টাকা থেকে ৮০ টাকা করা হলো। সাত বছর ধরে গড়ে ২৩ শতাংশের বেশি লাভের বিপরীতে কমানো হয়েছিল মাত্র সাড়ে ৪ শতাংশ। অথচ পাঁচ মাসের লোকসান দেখিয়ে ডিজেল-কেরোসিনের দাম এক লাফে ২৩ শতাংশ বাড়ানো হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজেল আমাদের কিনতে হলেও অকটেন এবং পেট্রোল আমাদের কিনতে হয় না। আমরা যেখান থেকে গ্যাস উত্তোলন করি সেখান থেকে এটা বাই-প্রোডাক্ট হিসেবে রিফাইন করে পেট্রোল এবং অকটেন দুটো-ই পাই। যার কারণে চাহিদার চেয়েও অকটেন এবং পেট্রোল আমাদের মজুদ রয়েছে। বরং অনেক সময় আমরা আমাদের প্রয়োজন মিটিয়ে বাড়তি পেট্রোল এবং অকটেন রপ্তানীও করি।