- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

আফগানিস্তানকে হারিয়েও স্বস্তি মিলছে না ভারত শিবিরে

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:০৫, ৪ নভেম্বর ২০২১

আফগানিস্তানকে হারিয়েও স্বস্তি মিলছে না ভারত শিবিরে

টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর দুই ম্যাচে হারের পর এসেছে স্বস্তির জয়। আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে নেট রান রেটও ‘পজিটিভ’ হয়ে গিয়েছে ভারতের। কিন্তু এতেও স্বস্তি ফিরে আসছে না ভারতের ক্রিকেট প্রেমিদের মনে। 


কারন আফগানিস্তানকে হারালেও নিজেদের হাতে কিছু নেই। শেষ দু’টি ম্যাচ জিততেই হবে। সেটা হলেও ভারতের পক্ষে শেষ চারে যাওয়া সম্ভব হবে না যদি নিউজিল্যান্ডও বাকি দু’টি ম্যাচ জেতে। ভারত শেষ দু’টি ম্যাচ জিতলে এবং নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হেরে গেলে তিন দলেরই ছয় পয়েন্ট করে হবে। তখন নেট রানরেট বিচার্য হবে।

নেট রানরেটে ভারত পিছিয়ে। ভারতের নেট রানরেট যেখানে +০.০৭৩, সেখানে আফগানিস্তানের +১.৪৮১ এবং নিউজিল্যান্ডের +০.৮১৬। তাই শেষ চারের আশা জিইয়ে রাখতে ভারতকে শেষ দু’টি ম্যাচে বিশাল ব্যবধানে জিততে হবে।

বিরাট কোহলীদের একটাই সুবিধে, গ্রুপের শেষ ম্যাচ যেহেতু তারাই খেলবে, নেট রানেরেট বিচার্য হলে তারা হিসাব করে খেলতে পারবে।

আর এ/আর এ এস