বিদায়ী বছর নিয়ে নতুন বছরে মেসির আবেগী বার্তা
পুরোনোকে বিদায় করে এসেছে নতুন বছর। সময় অতীত হয়ে গেলেও বিদায়ী বছরটাকে নিশ্চয় আজীবন মনে রাখবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। শুধু মনেই রাখবেন না, হয়তো চাইবেন সোনার অক্ষরে লিখে রাখতে। বিদায়ী ২০২২ সালেই যে নিজের জীবনের পরম আরাধ্য বিশ্বকাপ শিরোপা হাতে তুলেছেন মেসি। ২০২২ সালের একবারে শেষভাগে এসে জিতেছেন বিশ্বকাপ, ইতি টেনেছেন আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার। এমন একটি বছর দুর্দান্তভাবেই উপভোগ করার কথা এলএম টেনের। তিনি করেছেনও তাই। বিশ্বকাপ জয়ের পরই দেশে ফিরে উৎসবে মেতেছেন ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি। ক্রিসমাসের পার্টি করেছে সাবেক সতীর্থ আর বন্ধুদের সঙ্গে নিয়ে। এতো আনন্দ উৎসবের মধ্যেও অবশ্য নিজের কাছের মানুষ, বন্ধ, সতীর্থ আর ভক্ত-অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে ভোলেননি সদ্য বিশ্বজয়ী এই তারকা। ২০২২ সালের শেষ দিনে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিন পুত্র ও স্ত্রীসহ নিজের চারটি ছবি শেয়ার করে মেসি লেখেন, ‘এমন একটা বছর শেষ হলো, যা আমি কখনো ভুলব না। যে স্বপ্নের পেছনে ছুটেছি, সেটা অবশেষে সত্যি হয়েছে।’
রোববার, ১ জানুয়ারি ২০২৩, ১৯:৩০
নক আউটে এশিয়ার জায়ান্টরা : স্পেনকে ২-১ গোলে পরাজিত করলো জাপান
স্পেনকে ২-১ গোলে পরাজিত করে সেরা ১৬ তে জায়গা করে নিল এশিয়ান জায়ান্ট জাপান। শুক্রবার প্রথম পর্বের নিজেদের শেষ ম্যাচে রেফারির চুড়ান্ত বাঁশী বাজানোর মধ্য দিয়ে নক আউটে নিজেদের জায়গাটা নিশ্চিত করে নেয় ব্লু সামুরাইরা। প্রথমার্ধে রক্ষণে কোণঠাসা হয়ে পড়া দলটি দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছে ২–১ গোলে। যে জয় নকআউট পর্বের পাশাপাশি নিশ্চিত করেছে জাপানের শীর্ষ স্থানও। অন্য দিকে জাপানের কাছে হেরেও শেষ ষোলো উঠেছে স্পেন। তবে গ্রুপে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ২০১০ সালের চ্যাম্পিয়নদের। এর আগে প্রথমার্ধের ১১ মিনিটে জাপানের জালে বল পাঠিয়ে স্পেন এগিয়ে যায়। কিন্তু এতেও জাপানের খেলোয়ারদের মানসিকভাবে শক্তিতে ভাঙ্গন ধরাতে পারেনি ইউরোপের দল স্পেন। তারই ফলশ্রতিতে খেলার দ্বিতীয়ার্ধে দারুনভাবে ঘুরে দাঁড়ায় জাপান ২০১০ সালের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে। প্রথমার্ধের কৌশল থেকে বেরিয়ে এসে আক্রমনাত্নক কৌশলে ফিরে আসে এশিয়ান এ জায়ান্টরা। এই ধারাবাহিকতায় ৪৮ মিনিটে স্পেনের ডিফেন্সকে চুরমার করে দিতে সক্ষম হয় জাপান। ডি বক্সের ভিতর থেকে দারুন এক শর্টে রিতসু দোয়ান আদায় করে নেন সমতার গোল। বলে হাত লাগিয়েও সেটিকে বাইরে পাঠাতে পারেননি উনাই সিমন। বলের গতি পরাস্ত হন স্প্যানিশ গোলরক্ষক।
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২, ০৩:৩৯
শেষের দিকে কোষ্টারিকার বল জাপানের জালে : ১-০ তে হারলো এশিয়ান জায়ান্টরা
তুমুল লড়াইয়ের মধ্যে ৮১ মিনিটে কোষ্টারিকার কেইশার ফুলারের গোলে হারতে হলো এশিয়ান জায়ান্টদের। রবিবার বিশ্বকাপের প্রথম পর্বে জাপানের দ্বিতীয় ম্যাচে এ হার মেনে নেয় দলটি। এর মধ্য দিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানকে হারিয়ে নক আউট পর্বের আশা বাঁচিয়ে রাখলো কোস্টারিকা। কাতারের আহম্মেদ বিন আলি স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে কোন গোল না হলে গোলশূন্য থেকে বিরতিতে যায় জাপান ও কোস্টারিকা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৮১ মিনিটে কেইশার ফুলারের করা একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কোস্টারিকা। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থেকে দু`দল। বেশ কিছু সুযোগ তৈরী করলেও তা থেকে গোল করতে ব্যর্থ হয় তারা। এরপর কিছুটা আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কোস্টারিকা। বল পজিশন নিজেদের দখলে রেখে আক্রমণ সাজায় কোস্টারিকা। অন্যদিকে কিছুটা কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে থাকে জাপান।
রোববার, ২৭ নভেম্বর ২০২২, ২২:৩৭
শান্তির দেশে বিজয় কেতন : জার্মানিকে হারিয়ে জাপানের বিশ্বকাপ শুরু
জাপানের স্থানীয় সময় বুধবার দুপুরে কথা হচ্ছিল মি. হিরোতোর সঙ্গে। যিনি ফুটবল খুবই পছন্দ করেন। আজ স্থানীয় সময় রাত ১০ টার আগেই সব কাজ গুছিয়ে বাসায় যাবেন খেলা দেখতে। এমনি পরিকল্পনা করে রেখেছেন দিন কয়েক আগে থেকেই। বিশ্বকাপ নিয়ে একথা-সেকথা। তার মধ্যেই জার্মানকে নিয়ে কথা উঠতেই আজকের ম্যাচে জার্মান-ই ফ্যাবারিট। একথা মানতে একটুও সময় নেননি মি. হিরোতো। তবুও আশা, যদি অন্যরকম কিছু ঘটে ! জাপানিজদের মধ্যে বিশ্বকাপ নিয়ে অতো হইচৈই নেই। সবাই যেন প্রতিদিনের কাজ নিয়েই ব্যস্ত। তবুও খেলার খবরতো রাখাই হয়। তাও আবার নিজ দেশের খেলা। পোষ্টমর্টেম কিছুতো করতেই হয়। তাই তারই অংশে বেশিরভাগ জাপানিজদের মুখে উঠে আসে-জার্মান ফেবারিট। তবু যদি অঘটনের জন্ম দেয় জাপান, ক্ষতি কি? তার উপর সৌদি আরবের কাছে শিরোপা দাবিদার আর্জেন্টাইনদের হার যেন জাপানিজদের আশার ব্যারোমিটার বাড়িয়ে দিতে উৎসাহের যোগানদাতা হয়ে ধরা দেয়। তাইতো মধ্যরাতের জাপানের আনন্দের ত্রানদাতা হিসেবে রিতসু দুয়ান এবং তাকুমা আসানো সাড়ে ১২ কোটি মানুষের মুখে হাসির বার্তা তুলে দেন মাত্র ৮ মিনিটের ব্যবধানে।
বুধবার, ২৩ নভেম্বর ২০২২, ২৩:০৪
ভালবাসায় সিক্ত সাবরিনাদের ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ঢাকায় পা রেখেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সাবিনা-সানজিদারা। সেই সঙ্গে ছাদখোলা বাসে চড়ে সংবর্ধনা পাওয়ার ইচ্ছাও পূরণ হয়েছে। এ ছাড়া নারী ফুটবলারদের উষ্ণ অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে রয়েছেন শতশত ভক্তরা। দেশের পতাকা ও নানারকম শুভেচ্ছা বার্তায় নিয়ে বিমানবন্দরে সাবিনাদের স্বাগতম জানাচ্ছেন তারা। ছাদখোলা বাস থেকে অধিনায়ক সাবিনা খাতুন ট্রফি উঁচিয়ে বলেছেন, এই ট্রফি বাংলাদেশের ১৮ কোটি মানুষের। সবাইকে ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আমাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞ। এর আগে দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সাবিনা-সানজিদাদের বহন করা বিমানটি।
বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২, ১৯:০০
কাতার বিশ্বকাপের ফিক্সচার: খেলা হবে ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর
চলতি বছর ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। এবারের আসরেও অংশ নেবে ৩২ টি দল। স্বাগতিক হওয়ার সুবাদে কাতার সবার আগে সরাসরি বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে। আঞ্চলিক বাছাই পর্ব পেরিয়ে যোগ দিয়েছে আরও ৩১ দল।
রোববার, ৩ এপ্রিল ২০২২, ২১:৪৭
ফুটবলের সব পর্যায় থেকে রাশিয়াকে নিষিদ্ধ করলো ফিফা আর উয়েফা
ইউক্রেনে আক্রমণের পর থেকেই রাশিয়ার ওপর চটেছে ইউরোপীয় দেশগুলো। ফিফা-উয়েফার মতো সংস্থাগুলোও আভাস দিচ্ছিল বড় শাস্তির। আগের দিন ‘রাশিয়া’ নাম, পতাকা ও জাতীয় সংগীত ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা আর উয়েফা। তারা অবশেষে নিষিদ্ধই ঘোষণা করল। শুধু রাশিয়া জাতীয় দলই নয়, রুশ সব ক্লাবকেও সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে সংস্থা দুটো। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা ও উয়েফা। বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রেনের আক্রান্ত মানুষজনের সঙ্গে ফুটবল পুরোপুরি একাত্মতা পোষণ করছে।’ তাতে আরও বলা হয়, ‘দুই সংস্থার সভাপতি আশা করছেন, শিগগিরই পরিস্থিতিতে বড় উন্নতি আসবে। তাহলে ফুটবল আবারও জনগণের মাঝে ঐক্য ও শান্তির প্রতীক হয়ে উঠতে পারবে।’
মঙ্গলবার, ১ মার্চ ২০২২, ০৬:২৪
এবার খেলার মাঠে রাশিয়াকে বয়কট পোল্যান্ডের
ক্রীড়াঙ্গনেও ইউক্রেনে-রাশিয়ার সামরিক আগ্রাসনের আঁচ লেগেছে। বিশেষ করে ইউরোপের বিভিন্ন ফুটবল ক্লাবে এ নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছেন খেলোয়াড়, স্টাফসহ সংশ্লিষ্ট অনেকেই। গত ২৪ ফেব্রুয়ারি ইউরোপা লিগের নকআউট প্লে-অফের ফিরতি ম্যাচের আগে ‘যুদ্ধ বন্ধ কর’ লেখা ব্যানার নিয়ে এক কাতারে দাঁড়িয়েছিলেন বার্সেলোনা ও নাপোলির খেলোয়াড়রা। চ্যাম্পিয়নস লিগের গোল উদযাপনেও লিসবনে গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের জাতীয় প্রতীক দেখিয়ে দেশকে সমর্থন জানান বেনফিকার ডিফেন্ডার ইয়ারেমচুক। এবার রাশিয়ার আগ্রাসনের বিরোধিতায়
রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৫
ফের আইসিইউতে ভর্তি ফুটবল কিংবদন্তী পেলে
তিন দিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও আবারও হাসপালের আইসিউই-তে ভর্তি হয়েছেন কিংবদন্তী ফুটবলার পেলে। তার মেয়ে জানান, মূলত শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল বাবাকে। আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১, ১২:০৪
অনিশ্চিত নেইমারকে নিতে মরিয়া ম্যান সিটি
চ্যাম্পিয়ন্স লিগে ধুন্ধুমার দ্বৈরথের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। প্যারিসে লিয়োনেল মেসিদের প্রতিপক্ষ আরবি লাইপজ়িগ। ম্যাঞ্চেস্টার সিটি খেলবে ক্লাব ব্রাগের বিরুদ্ধে। আতলেতিকো দে মাদ্রিদের লড়াই লিভারপুলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১, ০৮:৪৯
লিও (মেসি) তুমি তোমার শার্ট আমাকে দিয়ে দাও
বুধবার, ২০ অক্টোবর ২০২১, ২৩:২৮
সর্বশেষ
পাঠকপ্রিয়