- বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫

| পৌষ ১৯ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

ইন্ডিয়ান ওয়েলসে ব্রিটিশ টেনিসকন্যা এমা রাদুকানুর হার

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:০২, ২১ অক্টোবর ২০২১

ইন্ডিয়ান ওয়েলসে ব্রিটিশ টেনিসকন্যা এমা রাদুকানুর হার

ব্রিটিশ টেনিসকন্যা এমা রাদুকানুর। ১৮ বছর বয়সী এ টেনিস তারকা গত মাসে ইউএসে ওপেনে জিতেছিলেন ক্যারিয়ারের প্রথম গ্রান্ড স্লাম। এর পর কোচ অ্যান্ড্রু রিচার্ডসনকে ছাঁটাই করে দিয়েছিলেন এমা। ৮ বছর এমাকে কোচিং করিয়েছিলেন অ্যান্ড্রু রিচার্ডসন।

স্থায়ী কোচ ছাড়া ইন্ডিয়ান ওয়েলসে খেলে ৮ অক্টোবর (শুক্রবার) রাতে ২২ তম বাছাই এমা হেরেছেন ১০০ তম বাছাই বেলারুশের আলিয়াক্সান্দ্রা সাসনোভিচের (২৭) সাথে। ৬-২ ৬-৪ সেটে হেরেছেন এমা। ম্যাচটি জিততে পারলে টানা ১১টি ম্যাচ জয়ের রেকর্ড হতো তার। ম্যাচের পর এমা জানান, এ ম্যাচে আলিয়াক্সান্দ্রা সাসনোভিচ তার কৌশলগুলো ঠিকভাবে কাজে লাগাতে পেরেছে। সে আমার চেয়ে ভালো খেলেছে এবং জয়টা তার প্রাপ্য। ১০ দিন পর মস্কোতে ক্রেমলিন কাপ খেলতে যাচ্ছেন এমা।