- রোববার ২২ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৮ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

’বাস কন্ডাক্টর’ হচ্ছেন ক্রিকেটের অলরাউন্ডার সাকিব!

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ০২:১৫, ২৫ জুলাই ২০২২

’বাস কন্ডাক্টর’ হচ্ছেন ক্রিকেটের অলরাউন্ডার সাকিব!

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান থাকবেন মাঠে; ক্রিকেট বল-ব্যাট হাতে করবেন প্র্যাকটিস। এসব ছেড়ে সাকিব আল হাসানকে দেখা গেল এফডিসিতে। ২৪ জুলাই রোববার সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি দিয়ে এ কথা জানিয়েছেন।

কোঁকড়া চুল, লম্বা গোঁফ, গায়ে ফ্লোরাল প্রিন্টের শার্টে একদম অন্য রকম লাগছে তাকে। এ বেশে তাকে দেখে সবার জানতে চাওয়া, সাকিব আল হাসান কী করছেন এফডিসিতে?

বিষয়টি পরিষ্কার করেছেন নির্মাতা আদনান আল রাজিব। পরিচালক তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, সাকিব আল হাসান একটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের কাজ করছেন এফডিসিতে। তার নির্দেশনা দিচ্ছেন আদনান।

নির্মাতাও একটি ছবি পোস্ট করেছেন তার ফেসবুকে। সেই ছবি দেখে ধারণা করা যাচ্ছে বাসের কন্ডাক্টর হয়ে ধরা দিতে পারেন সাকিব।

ছবিতে সাকিবকে দেখা যাচ্ছে একটি বাসের মধ্যে। ক্রোমা প্রযুক্তি ব্যবহারের জন্য বাসের জানালার বাইরে টানানো হয়েছে সবুজ রঙের কাপড়। কন্ডাক্টরদের মতো হাতে টাকা ধরে আছেন তিনি।

মূলত এসব দেখেই নেটিজেনদের ধারণা হয়েছে, কন্ডাক্টর হয়েই তিনি ধরা দেবেন নতুন বিজ্ঞাপনে। এ নিয়ে কেউ কোনো কথা বলতে চাইছে না এখনই।

আর এ