ভিনিসিউস জুনিয়র-আর্দা গিলের নৈপুণ্যে সেল্টা ভিগোর বিপক্ষে ঘরের মাঠে বড় জয় পেল রিয়াল মাদ্রিদ। ৪-০ গোলের জয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে আরো এক ধাপ এগিয়ে গেল রিয়াল।
প্রথমার্ধে ভিনিসিউস দলকে এগিয়ে নেওয়ার পর ৭৯তম মিনিটে আত্মঘাতী গোল করেন সেল্টার গোলরক্ষক ভিসেন্তে গুয়াইতা। অবশ্য সেখানে তার দায় ছিল সামান্যই।
কর্নারে রেয়ালের আন্টোনিও রুডিগারের হেডে বল ক্রসবারের নিচের দিকে লাগার পর গুয়াইতার পিঠে লেগে জালে জড়ায়। ৮৮তম মিনিটে আরেকটি আত্মঘাতী গোল করেন সেল্টার ডিফেন্ডার কার্লো দোমিঙ্গেস।
পরের মিনিটে ভিনিসিউসের বদলি নেমে যোগ করা সময়ে গোল করেন গিলের। দুর্দান্ত ড্রিবলিং দক্ষতার জন্য ‘তুরস্কের মেসি’ নামে পরিচিত এই অ্যাটাকিং মিডফিল্ডারের রিয়ালের হয়ে প্রথম গোল এটি।
এক ম্যাচ পর লিগে জয়ে ফিরল স্পেনের সফলতম দলটি। গত রাউন্ডে ভালেন্সিয়ার মাঠে ২-২ ড্র করেছিল তারা। সব মিলিয়ে সবশেষ ছয় রাউন্ডে তাদের তৃতীয় জয় এটি, বাকি তিনটি ড্র।
২৮ ম্যাচে ২১ জয় ও ৬ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে আছে বার্সেলোনা। ২৪ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে সেল্টা।