আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড আগেই বিরাট কোহলির দখলে ছিল। সেটাকে এবার আরও ওপরে নিয়ে গেলেন। রাজস্থান রয়েলসের বিপক্ষে আইপিএলের অষ্টম সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ব্যাটার। সঙ্গে বাজে এক রেকর্ড হয়েছে তার। যে কারণে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৩ উইকেট হারিয়ে ১৮৩ রানে আটকে গেছে।
বিরাট কোহলি শনিবার ৭২ বলে ১১৩ রানের ইনিংস খেলেছেন। তার হার না মানা ইনিংস সাজানো ছিল ১২টি চার ও চারটি ছক্কার শটে। কোহলি এই ম্যাচে ৬৭ রানে সেঞ্চুরি পূর্ণ করেছেন। যৌথভাবে যা আইপিএলের ধীর গতির সেঞ্চুরি। এর আগে ২০০৯ সালে ৬৭ বলে সেঞ্চুরি করেছিলেন মানিশ পান্ডে।
এছাড়া ৬৬ বলে সেঞ্চুরির ঘটনা আছে তিনটি। যার একটি ২০১১ সালে করেছিলেন শচীন টেন্ডুলকার। ২০১০ সালে করেছিলেন ডেভিড ওয়ার্নার। এছাড়া ২০২২ সালের আসরে সমান বল খেলে সেঞ্চুরি করেছিলেন জস বাটলার। তবে কোহলির সেঞ্চুরিতে বেঙ্গালুরুর দারুণ একটা রেকর্ড হয়েছে। একক দল হিসেবে সর্বোচ্চ ১৮সেঞ্চুরি বেঙ্গালুরুর। ১৭ সেঞ্চুরি আছে ভারতের। পাঞ্জাব ও রাজস্থানের আছে ১৪টি করে সেঞ্চুরি।
এম কে এম