আগামী ২০২৬ সালে অনুষ্ঠাতব্য শীতকালীন প্যারা-অলিম্পিক এর উদ্বোধনী অনুষ্ঠানটির ভেন্যু পরিবর্তন করা হয়েছে। খরচ কমানোর জন্য গত মঙ্গলবার মিলান থেকে ভেরোনায় ভেন্যুটি স্থানান্তরিত করার সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়।
একটি বোর্ড মিটিং এর পর এক বিবৃতিতে আয়োজকরা জানান, প্যারা-অলিম্পিক এর উদ্বোধনী অনুষ্ঠানটি করতে যে আনুষাঙ্গিক বিষয়ের প্রয়োজন হয় তা মিলানে সম্পন্ন করতে অতিরিক্ত অর্থনৈতিক ব্যায় গুনতে হবে। যার জন্য মিলান থেকে আমরা ভেন্যু স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছি।
এছাড়াও স্কিম পর্বতারোহণের নতুন অলিম্পিক খেলা বর্মিওতে অনুষ্ঠিত হবে, যা পুরুষদের আলপাইন স্কিইংও আয়োজন করবে বলেও আয়োজকরা জানান।
উল্লেখ্য প্যারালিম্পিক্সের সমাপনী অনুষ্ঠানের স্থান এখনও ঘোষণা করা হয়নি।