- শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

| পৌষ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

এক বছরের আগের তুলনায় উৎপাদন বেড়েছে টয়োটার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ৩০ মে ২০২৩

এক বছরের আগের তুলনায় উৎপাদন বেড়েছে টয়োটার

ছবি:কিয়োদো নিউজ

করোনা মহামারী এবং যন্ত্রাংশের ঘাটতির প্রভাব কাটিয়ে এক বছর আগের থেকে বেড়েছে টয়োটা মোটর কর্পোরেশনের বৈশ্বিক উৎপাদন।এক বছরের আগের তুলনায় গাড়ি উৎপাদন ১৩.৮ শতাংশ বেড়ে ৭৮৭,৮০০ গাড়িতে দাঁড়িয়েছে যা এই মাসের জন্য সর্বোচ্চ রেকর্ড।আজ মঙ্গলবার টয়োটা মোটর কর্পোরেশন এই তথ্য জানিয়েছে।

টয়োটা মোটর কর্পোরেশন জানায়,জাপানের বাইরে টয়োটার উৎপাদন ১৪.৭ শতাংশ বেড়ে ৫১৪,৭৩৮ যানবাহন হয়েছে, যা এপ্রিলের জন্য সর্বোচ্চ রেকর্ড।সাংহাইতে লকডাউন তুলে নেওয়ার পরে চীনে উৎপাদন ৫১.৯ শতাংশ বেড়েছে।এছাড়া উত্তর আমেরিকা এবং ইউরোপেও উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

অভ্যন্তরীণ উৎপাদন ১২.২ শতাংশ বেড়ে ২৭৩,০৬২ যানবাহনে পৌঁছেছে যা জাপানে জোরালো চাহিদা এবং উন্নত সেমিকন্ডাক্টর সংগ্রহে সহায়তা করেছে বলে জানায় কোম্পানিটি।

আর সি