ছবি:দ্যা মাইনিচি
টোকিওতে ২টি নতুন বিতরণ কেন্দ্র খুলবে অ্যামাজন।১ জুন এই ঘোষণা করেছে কোম্পানিটি।এছাড়া টোকিওতে অ্যামাজনের নতুন বিতরণ কেন্দ্র দুটির পণ্যের গুণমান ব্যবস্থাপনা, বিল্ডিং রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা এবং চালানের জন্য ৩,০০০ হাজারেও বেশি কর্মী লাগবে বলে জানায় কোম্পানিটি।
অ্যামাজন জানায়,আগস্ট মাসে নতুন বিতরণ কেন্দ্র দুটি টোকিও'র বৃহত্তর শহর চিবা এবং সাইতামায় খোলার কথা রয়েছে।এছাড়া ভবনগুলোর সম্মিলিত ফ্লোর স্পেস হবে প্রায় ২০০,০০০ বর্গমিটার হবে বলে জানায় কোম্পানিটি।
অ্যামাজনে কর্মরত জাপানের একজন কর্মকর্তা জানায়,চিবা শহরে তৈরি করা অ্যামাজন চিবা মিনাটো ফুলফিলমেন্ট সেন্টারটি হবে জাপানের কোম্পানির বৃহত্তম রোবটাইজ হাব।রোবটাইজ হাবটিতে রোবট স্বয়ংক্রিয় ব্যবস্থায় শ্রমিকদের সাহায্য করবে।
এছাড়া সায়ামা শহরের অ্যামাজন সায়ামা হিরোসেদাই ফুলফিলমেন্ট সেন্টার থাকবে ফ্যাশন সামগ্রী।ফ্যাশন সামগ্রীর মধ্যে থাকবে পোশাক, ঘড়ি এবং জুতা।পাশাপাশি এই ধরনের ফ্যাশন আইটেম সংরক্ষণ এবং প্যাকেজ করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম থাকবে বলে জানায় এই জাপানি কর্মকর্তা।
আর সি