ছবি:কিয়োদো নিউজ
২০২৭ সালে সলিড ষ্টেট ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ি (ইভি) চালু করার পরিকল্পনা করেছে টয়োটা মোটর কর্পোরেশন।আজ মঙ্গলবার টয়োটা মোটর কর্পোরেশন জানায়, নতুন প্রজন্মের দ্রুত পরিবহনের কথা মাথায় রেখে ইভি ব্যবসাকে বাড়িয়ে তুলতে চায় তাদের কোম্পানি।
টয়োটা মোটর কর্পোরেশন জানায়, ১০০ সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রা সহ্য করতে পারে এবং ক্ষয় প্রতিরোধে বেশি নতুন সলিড ষ্টেট ব্যাটারিটি।এটি bZ4X EV-এর ড্রাইভিং রেঞ্জের দ্বিগুণেরও বেশি হবে।
উন্নত ইভি তৈরির দায়িত্বে থাকা কোম্পানি ইউনিটের প্রধান টেকরো কাটো আজ মঙ্গলবার পোস্ট করা একটি ইউ টিউব ভিডিওতে বলেন,১,০০০ কিলোমিটারের ড্রাইভিং রেঞ্জ অর্জনের লক্ষ্যে কাজ করছে টয়োটা।
এরআগে এপ্রিল মাসে টয়োটা মোটর কর্পোরেশন ঘোষণা করেছিল বার্ষিক ১.৫ মিলিয়ন ইভি বিক্রি করবে এবং ২০২৬ সালের মধ্যে ১০ টি নতুন মডেল চালু করবে।
এছাড়া টয়োটা মোটর কর্পোরেশন জানিয়েছে ২০২৫ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যে তার কারখানায় বৈদ্যুতিক যানবাহন উত্পাদন শুরু করবে।পাশাপাশি ব্যাটারি উত্পাদনে অতিরিক্ত ২.১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে টয়োটা মোটর কর্পোরেশন।
আর সি