জাপান সরকার কানাডার সাথে এমন একটি চুক্তিতে উপনীত হতে যাচ্ছে যা গুরুত্বপূর্ণ ব্যাটারির উপাদানে প্রবেশাধিকারের পাশাপাশি উত্তর আমেরিকার বিশাল বাজারে আরো ভালভাবে জায়গা করে নেয়ার বিষয়টি নিশ্চিত করবে।
বৈদ্যুতিক গাড়ি বা ইভিতে ব্যবহৃত নিকেল, কোবাল্ট এবং লিথিয়ামের মতো খনিজ পদার্থগুলোর জন্য প্রতিযোগিতা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। কানাডায় এসব খনিজের বিপুল মজুদ থাকলেও এগুলোর নিস্কাশন এবং প্রক্রিয়াজাতকরণে প্রযুক্তির প্রয়োজন রয়েছে।
জাপানে এক্ষেত্রে আর্থিক এবং প্রযুক্তিগতভাবে সহায়তা করবে এবং কানাডা সেখানে ব্যাটারির কারখানা স্থাপন করতে যাওয়া জাপানি কোম্পানিগুলোকে ভর্তুকি দেবে।
এই সহযোগিতার আরেকটি অর্থ হচ্ছে উত্তর আমেরিকায় জাপানি গাড়ি নির্মাতাদের কারখানায় আরো ভাল সরবরাহ চেইন নিশ্চিত হওয়া।
জাপানের বাণিজ্য মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি এসংক্রান্ত একটি সহযোগিতা স্মারক স্বাক্ষর করতে আগামী সপ্তাহে কানাডা যাচ্ছেন।
আরএএস