জাপানের সংসদের নিম্নকক্ষে, আগামী এপ্রিলে শুরু হতে যাওয়া অর্থবছরের খসড়া বাজেট পাস হয়েছে। সংবিধানের সঙ্গে সঙ্গতি রেখে চলতি অর্থবছরেই এটি পাস হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সংসদে, ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর মধ্যকার বিতর্কের পর, ২০২৪ অর্থবছরের সাধারণ-হিসাবে প্রায় ১শ ১২ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৭শ ৪৬ বিলিয়ন ডলারের খসড়া বাজেটটি আজ শনিবার নিম্নকক্ষের পূর্ণাঙ্গ অধিবেশনে ভোটাভুটির জন্য উত্থাপন করা হয়।
ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জোটের অংশীদার কোমেইতো এবং অন্যান্যদের সমর্থনে খসড়াটি পাস হওয়ার পর উচ্চকক্ষে পাঠানো হয়েছে।
বিরোধী দলসমূহ অর্থাৎ কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি, নিপ্পন ইশিন জাপান ইনোভেশন পার্টি, জাপানি কমিউনিস্ট পার্টি, ডেমোক্রেটিক পার্টি ফর দ্য পিপল এবং রেইওয়া শিনসেনগুমি ওই বাজেট পরিকল্পনার বিরুদ্ধে ভোট দেয়।
জাপানের সংবিধান অনুযায়ী, খসড়া বাজেটটি নিম্নকক্ষে পাস হওয়ার পর উচ্চকক্ষে ভোটাভুটি হোক বা না হোক ৩০ দিন পর স্বয়ংক্রিয়ভাবেই তা পাস হয়ে যাবে।
এম কে এম