পর্বতারোহণের জন্য ১ জুলাই খুলবে মাউন্ট ফুজি
পর্বতারোহণের জন্য ১ জুলাই খুলবে মাউন্ট ফুজি।চলতি বছরের পর্বতারোহণের মরসুম ১ জুলাই থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলার জন্য নির্ধারিত করেছে জাপান সরকার।করোনা বিধিনিষেধ তুলে নেওয়ার পর চলতি বছরে প্রথম চালু হচ্ছে মাউন্ট ফুজি।পর্বতারোহণের সময় নির্ধারন হওয়ায় ইতিমধ্যে ফুজি চূড়ায় যাওয়ার পথে পাহাড়ের কুঁড়েঘর সংরক্ষিত রয়েছে।