ছবি:আছাহি ডট কম
জাপানের মাউন্ট ইয়োশিনোয়ামাতে হাজার হাজার চেরি গাছ ফুলে ভরে উঠেছে।বসন্তে এ এলাকাটি দর্শনার্থীদের কাছে জনপ্রিয় এবং বিখ্যাত।চেরি ব্লসমের মরসুমে এখানে ভিড় করে পর্যটকরা।অসংখ্য পর্যটক আকর্ষণের জন্য পরিচিত মাউন্ট ইয়োশিনোয়ামা।
একজন দর্শনার্থী এক নজরে প্রায় ১,০০০গাছের ফুল দেখতে পারে।এখনে ৩০,০০০ বা তার বেশি চেরি গাছ আছে।পাহাড়ের এলাকার উপর নির্ভর করে গাছগুলো রোপণ করা হয়েছিল বলে জানায় ইয়োশিনো শহরের সরকারি কর্মকর্তারা।
ইয়োশিনো শহরের সরকারি কর্মকর্তারা জানায়,পাহাড়ের গোড়ার গাছগুলো এখন ফুলে ভরে উঠেছে। আবহাওয়া ভালো থাকলে পরের সপ্তাহে পাহাড়ের উপরের গাছগুলোতে ফুলে ফুলে ভরে বলে আশা করা হচ্ছে।
ইয়োশিনো শহরের সরকারি কর্মকর্তারা পার্কিং লটের কাছে জীবাণুনাশক ডিসপেনসার স্থাপন করেছেন। চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করার সময় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দর্শনার্থীদের আহ্বান জানিয়েছেন।
আর সি