ছবি:ইন্টারনেট
কমলালেবু খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। শুধু খাবার হিসাবেই নয়, রূপচর্চাতেও কমলালেবু খুবই উপকারী। চলুন জেনে নেওয়া যাক রূপচর্চায় কী ভাবে ব্যবহার করবেন কমলালেবু।
রূপচর্চায় কী ভাবে ব্যবহার করবেন কমলালেবু
১। মুখে কমলালেবুর রস মাখতে পারেন। মিনিট পাঁচেক রেখে ধুয়ে ফেলবেন। ময়লা জমে বন্ধ হয়ে যায় ত্বকের ছিদ্রগুলি। তা থেকে হতে পারে ব্রণ। কমলালেবুর রসে ত্বক পরিষ্কার হবে। ফিরবে ঔজ্জ্বল্যও।
২। টোনার হিসাবেও ব্যবহার করা যায় কমলালেবুর রস। একটি লেবুর রস করে তাতে দু’চামচ জল মিশিয়ে ফ্রিজে রেখে দিন। মুখ পরিষ্কার করার পর কয়েক ফোঁটা সেই রস মেখে নিন। কিছু ক্ষণ পর ভেজা টিস্যু পেপার দিয়ে মুখ মুছে ময়শ্চারাইজার লাগিয়ে নিন।
৩। স্নানের সময়ে অল্প বেসনের সঙ্গে কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে জলে গুলে নিন। হাত-পায়ে ভাল ভাবে তা লাগান। শরীরের ধুলো-ময়লা উঠে যাবে। পরিষ্কার থাকবে ত্বক।
৪। কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে রেখে দিন। তার পর টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে মুখে মাখুন। তা দিয়ে প্রাকৃতিক ভাবে ব্লিচ করা যাবে ত্বক।
আর সি